আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগবিতণ্ডাকালে ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
আশুলিয়ায় একটি সরকারি রাস্তা দখল নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে চাচাতো ভাইয়ের ঘুষিতে অন্য চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ মৃত ভাইয়ের লাশটি আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল থেকে উদ্ধার করে।
রোববার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে, আশুলিয়ার নিশ্চিন্ত পুর পশ্চিম পাড়া এলাকায় নজরুলের বাড়ির সামনে, হাজী জমত আলী মন্ডল (৬৫) তার চাচাতো ভাইয়ের ঘুষিতে মৃত্যুবরণ করেন।
নিহত হাজী জমত আলী মন্ডল ওই এলাকার নান্দুরা মেম্বার এর ছেলে।
একই এলাকার ওয়ার উদ্দিনের দুই ছেলে, দেলোয়ার হোসেন ওরুফে দেলু (৪৫) ও তার ভাই নজরুল আলী (৪০) এই ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী নিহতের ছেলে। তারা সম্পর্কে মৃত আজমত আলীর চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, সকালে অভিযুক্ত নজরুল তার জমির একটি অংশ বাড়ানোর জন্য সরকারী রাস্তার উপর জমির দেয়াল দিয়ে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে জমত আলী প্রতিবাদ করলে নজরুল ও দেলোয়ারের সঙ্গে বাকবিতন্ডায় সৃষ্টি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন জমত আলীর বুকে সজোড়ে আঘাত করে। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত নির্গত হতে থাকলে তাকে দ্রুত উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷
নিহত জমত আলীর ছেলে আলম বলেন, ঘটনার পড়েই  আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসি। তারা দুই জন (নজরুল ও দেলোয়ার) মিলে আমার বাবাকে মেরেছে। তারা সরকারি রাস্তার উপরে জমির দেয়াল দেওয়ার সময় আমার বাবা ও চাচা প্রতিবাদ করলে দেলোয়ার আমার বাবার বুকে সজোড়ে ঘুষি দেই। সাথে সাথে আমার বাবার নাম ও মুখ দিয়ে রক্ত বের হয়। আমি আমার বাবার হত্যর বিচার চাই।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের দর্পনকে বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি সড়কে দেয়াল তৈরি নিয়ে বাকবিতন্ডায় এ হত্যা কান্ড সংঘটিত হয়েছে। নিহতের মরদেহটি উদ্ধার করে   ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap