আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‍্যাব-৪ এর অভিযানে দুই উপজেলার ০৩ ছিনতাইকারী আটক

বিশেষ প্রতিনিধি, সাভার ঢাকা

ঢাকার আশুলিয়া থেকে র‌্যাব-৪ এর বিশেষ অভিযানে সাভার ও ধামরাই উপজেলার ছিনতাইকারী চক্রের মূলহোতা সহ তিনজন গ্রেফতার।
১৩ আগষ্ট শনিবার বিকেলে র‌্যাব-৪ সি,পি,সি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কম্যান্ডের রাকিব মাহমুদ খান, প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১২ আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যায় , ধামরাই এলাকায় কিছু অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে একজন অটোরিক্সা ছিনতাইকারীকে আটক করে।

আটককৃত ছিনতাইকারীর দেওয়া তথ্য মতে আশুলিয়া থানায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত ০২ টি অটোরিক্সাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা ও বাকি সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হচ্ছে রাজু (৩০), জেলাঃ ঢাকা, মোঃ বদু (৩৬), জেলাঃ কুষ্টিয়া, মোঃ আরিফ হোসেন বেপারী (৩৮), জেলাঃ ঢাকা

র‌্যাব-৪ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা ছিনতাইয়ের বিষয়ে সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পলাতক অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সহচরদের সহযোগীতায় ঢাকাসহ আশেপাশের জেলা হতে অটোরিক্সা ছিনতাই করে এনে জিরাবো এলাকায় ধৃত আসামী মোঃ রাজুর গাড়ির গ্যারেজে রাখতো এবং সেখান থেকে আসামী রাজু প্রতিটি অটোরিক্সার পার্টস খুলে আলাদা আলাদাভাবে ঢাকা মহানগরের বিভিন্ন খুচরা ও পাইকারী ডিলারদের কাছে বিক্রয় করতো।

র‌্যাব-৪ সি,পি,সি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কম্যান্ডের রাকিব মাহমুদ খান জানান উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap