আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় অপসাংবাদিকতার’ বিরুদ্ধে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন 

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
আশুলিয়ায় অপসাংবাদিকতা করে  ব্ল্যাইকমেইলও হয়রানিসহ নানা অভিযোগ এনে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে কিছু গ্রামবাসী।
শুক্রবার বিকেলে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের শতাধিক গ্রামবাসী।
এসময় বিভিন্ন ওয়ার্ডের পুরুষদের পাশাপাশি নারী ও আওয়ামীলীগ নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। এ সময়ে অপসাংবাদিকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায় গ্রামবাসীকে। এরপর মানববন্ধনে অংশ নেয় তারা।
মানববন্ধনে আশুলিয়া থানা কৃষকলীগের সহ-সভাপতি হাজী আব্দুল লতিফ বলেন, সম্প্রতি সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য নানা ভাবে মানুষকে হয়রানি করছে। সোস্যাল মাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের নামে প্রপাগাণ্ডা ছড়িয়ে অর্থ দাবি করছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে চায় না কেউই। আমাদের গ্রামসহ সাভারের  অনেক এলাকার মানুষ এই অপসাংবাদিকদের ব্ল্যাকমেইলের শিকার। আমরা এদের কাছ থেকে পরিত্রাণ পেতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, মহান সাংবাদিকতা পেশাকে আমরা শ্রদ্ধা করি। এই সুযোগ নিয়েই কিছু অসৎ লোক মহান এই পেশাকে কলঙ্কৃত করছে। সম্প্রতি দুটি পত্রিকার সাংবাদিক আমাদের ওয়ার্ডের মেম্বার সফিউল আলম সোহাগকে নিয়ে ফেসবুকে নানা অপপ্রচার চালিয়েছে। ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মাদক কারবারি এক পরিবারের মাধ্যমে থানায় মামলা দায়ের করিয়েছে। বর্তমানে কারাভোগকারী সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি চাই।
আশুলিয়া থানা ছাত্ররীগের সাবেক সভাপতি এসএ শামীম বলেন, আমার ভাই সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে মাদক কারবারে জড়িত একটি পরিবার। ওই পরিবারের পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে প্রায় দেড় ডজন মাদক মামলা রয়েছে। আর তাদের প্রতিনিধিত্ব করছেন দুজন নামধারী সাংবাদিক। যারা বরাবরাই মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেন। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap