আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে বিভিন্ন আয়োজনে আনসার ভি,ডি,পি কর্মকর্তার বিদায় ও বরন অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে নতুন আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তার যোগদান ও বর্তমান আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তার বিদায় উপলক্ষে, “বিদায় ও বরণ” সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় ।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামের হল রুমে,  উপজেলার বর্তমান আনসার ভিডিপি কর্মকর্তা জনাব হুমায়ূন আহমেদকে বিদায় ও নতুন কর্মকর্তা রাশেদুল ইসলামকে গ্রহণ করা হয় জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এ সময় প্রথমে সাভার উপজেলা আনসার ভিডিপি এর সকল সদস্য সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও বিদায়ী বাণী পড়ে শোনান উপজেলা আনসার ভিডিপি মহিলা টি,আই ( ট্রেনিং ইন্সটেক্টর) বিলকিস আক্তার। এরপর সাভার উপজেলার ভিডিপি দলনেতা দলনেত্রীদের পক্ষ থেকে, ক্রেস্ট ও উপহার দিয়ে বিদায়ী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে, ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং নবাগত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে নেয়া হয়।

পরে উপজেলা আনসার পিসি ও এপিসিদের পক্ষ থেকে ফুল ও উপহার প্রদান করা হয় বিদায়ী উপজেলা কর্মকর্তাকে। এবং ফুলের মালা দিয়ে গ্রহণ করা হয় নবাগত কর্মকর্তাকে।
অনুষ্ঠানে সকল সদস্য সদস্যদের জন্য একটি বড়খানার আয়োজন করা হয়।

“বিদায় ও বরণ” সংবর্ধনা অনুষ্ঠানের সকল আনুষ্ঠানিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap