আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় গোডাউন ও বসতবাড়িতে আগুন, দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাগজের কার্টুনের গোডাউনে ও আশপাশের বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

৬ আগষ্ট শনিবার বিকেল সাড়ে ছয়টায় আশুলিয়া ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান কাউসার আলি আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৬ আগস্ট) বিকেল ৩:৩০ মি: দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার গ্রীন লাইন লিমিটেড নামের পোশাক কারখানার একটি কাগজের কার্টুনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আশপাশের বাসা বাড়িতে আস্তে আস্তে সে আগুন ছড়িয়ে পরতে থাকে। আশুলিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে  চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে গ্রীন লাইন লিমিটেড কারখানার ভেতর থেকে ধোয়ার কুন্ডলি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রাথমিকভাবে কারখানার কর্মীরাসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেলেও আগুন আশেপাশে বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান কাওসার আলি বলেন, বিকেল ৪টার দিকে মেসেজ পেয়েছি। টংগাবাড়ি গ্রীনলাইন কারখানার কার্টুনের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এবং প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এসে রিপোর্ট করলে পুরোপুরি তথ্য জানানো যাবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap