আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, বিক্ষোভ কর্মসূচি থেকে আটক- ৩

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

আশুলিয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ড্রাইভার হেলপার সহ পরিবহন শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়ক অবরোধ করতে চাইলে তিনজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

৬ আগষ্ট শনিবার সকাল থেকে আশুলিয়া জামগড়া এলাকায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি শেষে আব্দুল্লাহপুর বাইপেল সড়ক অবরোধ করতে গেলে (২৯), রাসেল (২৮) ও আলী রেজা (২৬) কে আটক করা হয়। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল থেকে গণপরিবহনের হেল্পার ও ড্রাইভাররা জামগড়া শিমুলতলা বাস স্টান্ডে একে একে জড়ো হয়। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে তারা। পরে মহাসড়ক অবরোধ করতে গেলে আশুলিয়া থানা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে তিনজনকে আটক করে নিয়ে যায়।

আশুলিয়া থানার এসআই রাজু মন্ডল জানান, সড়ক অবরোধের চেষ্টা করলে শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে তিন জনকে আটকরা করা হয়। তারা সবাই গাড়িচালক ও হেলপার।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap