আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে দিনের বেলায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আহত

বিশেষ প্রতিনিধি, সাভার ( ঢাকা)

ঢাকার সাভারে পৌর এলাকায় দিনের বেলায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীকে মৃত্যুর হুমকি দিয়েছে ওই অজ্ঞাত সন্ত্রাসীরা।

৬ আগষ্ট (শনিবার) সকালে সাভার থানা পুলিশ, হামলার ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার কথা নিশ্চিত করেন।
এর আগে সাভার পৌরসভা বনপুকুর এলাকার মোহাম্মদ আব্দুল কাদের সিকদারের ছেলে সিকদার মোহাম্মদ রকিবুল হাসানের উপর মঙ্গলবার সকাল আনুমানিক ৯ঃ০০ টার দিকে এই হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তিনি গুরুতর আহত হয়ে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে।

এ ঘটনায় আহত ব্যাবসায়ী সিকদার মোহাম্মদ রকিবুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে আমার বনপুকুরের বাসা থেকে সাভার নামা বাজারের দিকে পায়ে হেটে যাওয়ার সময়, সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টস রোডে পৌঁছালে পিছন থেকে ৩/৪ জন অজ্ঞাত ব্যাক্তি আমার উপর অতর্কিত হামলা করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে লাথি-ঘুষি মেরে আহত করে। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো  হওয়ার আগেই তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি।
এ ব্যাপারে সাভার মডেল থানার এস,আই জাহিদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছে। জিডি নাম্বার-১৫১, সাধারণ ডায়েরির কাগজটি আমি পেয়েছি । বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap