আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনা সাঁথিয়া জোর করে জমি দখলের চেষ্টা, তিনজনকে কুপিয়ে জখম 

সোহেল রানা, পাবনা:

পাবনার সাঁথিয়ায় জমি দখলের চেস্টা ও হামলায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলা নন্দপর ইউনিনের সরপ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সরপ গ্রামের হোসেন আলীর ছেলে জয়নুল আবেদীন,আয়নুল হক ও নুর হোসেন। আহতদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনেরা জানান, উপজেলার নন্দনপুর ইউনিয়নের সরপ গ্রামের জালাল ও নুর বক্সের নিকট থেকে আহত জয়নুল ও আয়নুল ৯২ সালে জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল। হঠাত জয়নুলেরই শরীক জালালের ছেলে সাইফুল ও মোফাজ্জল জোর করে জমি দখলের চেস্টা করে গাছ গাছালি কেটে ফেলে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে ইউপি চেয়াম্যানের নিকট যাওয়ার উদ্দেশ্যে জয়নুল,আয়নুল ও নুরবক্স রাস্তায় বের হলে সাইফুল মোফাজ্জলের নেতৃত্ব ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা মামলার প্রস্তুতি চলছিল।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap