আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারের বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার পলাতক আসামি আটক

বিশেষ প্রতিনিধি- সাভার (ঢাকা)

সাভারে চাঞ্চল্য সৃষ্টি করি বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল।

শনিবার (০২জুলাই) দুপুরে মোঃ সাদ্দাম হোসেন (২২) নামের এক ধর্ষণ মামলার প্রধান আসামীকে ধামরাই হতে আটক করার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র‌্যাব-৪।

এর আগে ঐ পলাতক প্রধান আসামিকে শুক্রবার দিবাগত রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মোঃ সাদ্দাম হোসেন সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের হরিন ধারা (শ্যামপুর বাজার) গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে কিছু টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব সুত্রে জানায়, সাভার থানাধীন শ্যামপুর এলাকার একটি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে গত ১২ জুন ২০২২ আসামী সাদ্দাম হোসেন ভুক্তভোগিকে একা পেয়ে ফুসলিয়ে শ্যামপুর এলাকার একটি নির্মাণাধীন দোতলা বাড়ীর নিচতলায় নিয়ে, হাত-পা বেধে আসামী সাদ্দাম হোসেনসহ অন্যান্য আসামীরা পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আসামিরা পালিয়ে যায়। ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
প্রতিবন্ধী মেয়েটি সাভারে শ্যামপুর এলাকায় তার ভাইয়ের ভাড়া বাসায় থাকতো।

পরবর্তীতে গত ১৪ জুন ২০২২ তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এই বিষয়ে র‌্যাব ৪ এর এ এসপি মাজহারুল ইসলাম বলেন, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা মিডিয়া সহ অত্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে, পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ ছায়া তদন্ত করে, অভিযান পরিচালনা করে আসামিকে আটক করি। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের কথা শিকার করেছে।  আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap