বিশেষ প্রতিনিধি- সাভার (ঢাকা)
সাভারের আশুলিয়ায় গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ও ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা সভাপতি গুরোতর আহত।
রোববার ২৬ (জুন) রাত ২:৩০ মিনিটে দক্ষিণ গাজিরচট শেরআলী মার্কেটের মোড়ে স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা সভাপতি আবুল হাসনাত আজাদের (৪৫) উপর এ হামলা হয়। এসময় তাকে বহনকারী অটো রিকশা চালক মনির হোসেনকেও (৪০) কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
আহত রিকশাচালক মনির হোসেন বলেন, রাত দেড়টার দিকে ওই জাতীয় পার্টির নেতাকে রিকশায় নিয়ে তার বাসার দিকে যাচ্ছিলাম। পথে শের আলী মার্কেট এলাকায় সড়কের মাঝে দুই যুবক দাড়িয়ে ছিলো। এসময় হর্ন বাজালেও তারা পথ আটকে রাখে। এতে ওই জাতীয় পার্টির নেতার সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। ওই যুবক এসময় কাউকে ডেকে আনার জন্য ফোন করছিলো মনে হলো। এক পর্যায়ে চাকু বের করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে ওই যুবক। আমি বাঁচাইতে গেলে আমারেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত নেতা আবুল হাসনাত আজাদের (৪৫) ছোট ভাই মহসীন আজাদ বলেন আমার বড় ভাইয় খুবই আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। এখনো অচেতন অবস্থায় আছেন। তার ঘাড়ে ও ফুসফুসে ছুরির আঘাতে জীবন সংকটাপন্ন অবস্থায়। এছাড়াও একই ভাবে রিকশা চালক আঘাত প্রাপ্ত হয়েছে তাই তার জীবনও সংকটাপন্ন অবস্থায় আছে।
প্রতক্ষ্যদর্শী নাইট গার্ড সবুর উদ্দিন আজকের দর্পনকে জানান, তিনি রাতে ডিউটি করছিলেন। এ সময় দেখেন হাসনাত রিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় তার রিকশা ত্রীমোড় এলাকায় পৌছালে দুইজন যুবক তাদের রিকশার গতিরোধ করে। রিকশা থেকে হাসনাত নামলে এক যুবক চাকু দিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে দুই ঘাড়ে, পেটের বা পাশে ও পিঠেসহ প্রায় ছয় জায়গায় আঘাত করে। চাকু হাতে যুবককে আটকাতে গিয়ে রিকশাচালক মনির হোসেনও ছুরিকাঘাত পেয়েছ৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসলে পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসনাত ও রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আশুলিয়া থানার এসআই মাসুদ জানান হামলার ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় একনো কোন অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।