-
- ক্রাইম, ঢাকা, সারাদেশ
- সাভারে তুরাগ নদীর তীর থেকে ভাসমান লাশ উদ্ধার।
- প্রকাশের সময়ঃ এপ্রিল, ১১, ২০২০, ১০:৫৯ অপরাহ্ণ
- 484 বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ
সাভারের আমিনবাজারে তুরাগ নদের তীর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় আমিনবাজার ব্রীজের নিচে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে নিহতের নাম-পরিচয় জানা না গেলেও তার পড়নে একটি টি-শার্ট ও লুঙ্গি পরিহিত ছিলো বলে জানিয়েছে পুলিশ।
আমিনবাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ (এসআই) মোঃ আব্দুস সবুর খান জানান, বিকেলে আমিনবাজার ব্রীজের নিচে তুরাগ নদের তীরে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যায় নদীর তীর থেকে মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো বলেন, দুই-তিন দিন আগে ওই যুবককে হত্যার পর দুর্বৃত্তরা লাশ পানিতে ফেলে দিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ