আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনসিসি কর্তৃক ‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপসে গেমিং প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি- ( ঢাকা)

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে খেলার ছলে হাতে কলমে বঙ্গবন্ধুকে জানার জন্য, বিএনসিসি কর্তৃক নির্মিত ‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল গেমিং অ্যাপস প্রতিযোগিতায় সারাদেশের ত্রিশ লক্ষ প্রতিযোগিদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার ১২ (জুন) দুপুর ০১:০০ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএনসিসি রমনা রেজিমেন্টের আয়োজনে বাংলাদেশ ক্যাডেট কোরের সদর দপ্তর এর মিলনায়তন সেন্টারে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ৩০ জন বিজয়ীর মাঝে সময়, পয়েন্ট ও বয়সের ভিত্তিতে, তিনটি ক্যাটাগরীতে ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন বই পুরস্কার প্রদান করা হয়।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে নতুন প্রজন্মকে মোবাইল ডিভাইসের মাধ্যমে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে গভীর ভাবে জানানোর উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক ‘আমার বঙ্গবন্ধু’ নামক দেশের একমাত্র গেমিং অ্যাপস নির্মান করে। যা ডিজিটাল প্লাটফর্মে দেশ ও দেশের বাইরের সমগ্র পৃথিবীর মানুষকে বাংলাদেশ ও জাতির পিতা সম্পর্কে আরো ভালোভাবে ও সহজে জানার সুযোগ করে দিবে।

গেমিং অ্যাপসটি ১৬ জানুয়ারি ২০২২ ইং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি উদ্বোধন এর মাধ্যমে উম্মুক্ত করেন। এসময় উদ্বোধনের দিন থেকে ২৬ মার্চ ২০২২ পর্যন্ত এই অ্যাপসের মাধ্যমে সকল মানুষের জন্য একটি গেমিং প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়।

পুরষ্কার বিতরণীর অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব গোলাম মো: হাসিবুল আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি,পিএসসি সহ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্যাডেটগন এবং বিভিন্ন জেলা থেকে আসা বিজয়ীদের অভিভাবক গন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap