আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রানাপ্লাজা আহত শ্রমিকদের ছয় দফা দাবিতে মানববন্ধন

  • বিশেষ প্রতিনিধি- সাভার (ঢাকা)

সাভারের রানাপ্লাজা ধসের আট বছর পার হলেও, বেঁচে ফিরে আসা আহত শ্রমিকদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে দাবী ছিল তা আজও পূরণ হয়নি তাদের। তাই আহত শ্রমিকদের সংগঠন”সাভার রানাপ্লাজা সার্ভাইভার্স  এসোসিয়েশন অব বাংলাদেশ” এর ব্যানারে ছয় দফা দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন আহত শ্রমিকরা।

শুক্রবার ৮ এপ্রিল সকাল ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায়  রানাপ্লাজার সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ছয় দফা দাবির কথা জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিও মানববন্ধনে দাবীকৃত ছয় দফা হচ্ছে , রানাপ্লাজায়আহত শ্রমিকদের এক জিবনের ক্ষতিপূরণ, শ্রমিকদের পূনর্বাসন, আজীবন  চিকিৎসার ব‍্যবস্থ‍্যা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সকল দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা ও ২৪শে এপ্রিলকে শ্রমিক হত‍্যাকান্ড দিবস ঘোষনা করা।
কর্মসুচিতে অংশ নেয়া আহত শ্রমিক নিলুফার ইয়াসমিন বলেন, রানাপ্লাজার ৫ম তলায় কাজ করতেন তিনি। রানা প্লাজা ধ্বসের ঘটনায় পা, কোমর, মেরুদন্ড এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অর্থাভাবে চিকিৎসা চালাতে পারছেন না।

নিলুফার বলেন, অমার অসুস্থতার কারনে ৫ বছর ধরে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে। পঙ্গু শরীর নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বাধ‍্য হয়ে  অল্পবয়স্ক ছেলেকে কাজে পাঠিয়েছি। শুধু আমি না আমাদের মত হাজারো আহত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন।

সাভার রানাপ্লাজা সার্ভাইভার্স  এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও রানাপ্লাজায় আহত শ্রমিক
মাহমুদুল হাসান হৃদয় বলেন, ২০১৩ সালে রানাপ্লাজা ধসের ঘটনায় আমাদের ১১৩৬জন সহকর্মী মারা যায় এবং আমরা হাজার হাজার শ্রমিক আহত হই। দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাদের দাবিগুলো পূরন হয়নি।

রানাপ্লাজায় আহত শ্রমিকদের এক জিবনের ক্ষতিপূরণ দিতে হবে, শ্রমিকদের পূনর্বাসন নিশ্চিত করতে হবে , আজীবন  চিকিৎসার ব‍্যবস্থ‍্যা নিশ্চিত করতে হবে, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, সকল দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং ২৪শে এপ্রিলকে শ্রমিক হত‍্যাকান্ড দিবস ঘোষনা করতে হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap