আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনা সুজানগরে উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাবের নামে চরম অশালীন, মিথ্যাচার ও মানহানিকর শ্লোগান ও বক্তব্য প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সোহেল রানা, পাবনা:

আজ, ২৩শে মার্চ রোজ বুধবার সকাল দশটায় সুজানগরের আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের নামে চরম অশালীন, মিথ্যাচার ও মানহানিকর শ্লোগান ও বক্তব্য প্রদানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাগরকান্দি ও রাণীনগর সহ বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথকভাবে ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পিযুষ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তরা জানান, গত ১৪ মার্চ তারিখে পারিবারিক শত্রæতা ও জমি নিয়ে বিরোধের কারণে সুজানগর পৌরসভার কর্মচারি আল- আমিন নির্মমভাবে খুন হন। আমরা সকলেই এ হত্যার বিচার চাই । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহিন এ হত্যাকান্ডকে পুঁজি করে হীন রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্র লীগের পরীক্ষিত ৩৩ জন নেতাকর্মীর নামে নিহত আল-আমিনের ভাইকে দিয়ে হয়রানীমুলক মিথ্যা মামলা দিয়ে দলের ৩৩ নেতাকর্মীকে সমাজিকভাবে হেয় করছেন। যাদের নামে এ হত্যা মামলা করা হয়েছে তাদের অনেকেই সেদিন সুজানগরে দুরের কথা পাবনাতেই ছিলেন না। এ ঘটনা আমাদের হতবাক করেছে। আমরা আমাদের দলের নেতাকর্মীদের নামে এ মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দাসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বক্তরা আরো বলেন এ মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় সুজানগর উপজেলা আ.লীগের ত্যাগী,পরীক্ষিত ও কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দ্রæত প্রত্যাহারের দাবি জানিয়ে পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সত্য ও সঠিক বক্তব্য প্রদান করায় তার বিরুদ্ধে দলের উপজেলার একাংশের নেতৃবৃন্দ মঙ্গলবার সুজানগরে যে মানহানিকর শ্লোগান, চরম অশালীন, মিথ্যাচার বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা। সেই সাথে অনতিবিলম্বে আব্দুল ওহাবের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি জনসম্মুখে বক্তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আর তা না হলে সুজানগরের আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরণের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap