আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিভাবকদের প্রতি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহ্বান : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিশেষ প্রতিনিধ, সাভার (ঢাকা)

পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানিয়ে, জাতির পিতার আদর্শে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।

বুধবার দুপুরে সাভার পরমাণু গবেষণা কেন্দ্র ইস্কুল এন্ড কলেজে, জাতির পিতা জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থাপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে তার নিজের স্বরচিত কিছু কবিতা শুনিয়ে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন বাংলাদেশের গৌরবজনক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামী এবং তার আদর্শ সঠিকভাবে বর্তমান প্রজন্মের সকল শিশু কিশোরদের মাঝে তুলে ধরুন।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের অনুরোধে মন্ত্রী বলেন এই প্রতিষ্ঠানকে পুরোপুরি সরকারিকরণের জন্য তিনি চেষ্টা করবেন। এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন।

তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বক্তব্য শেষে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রুপপুর পারমাণবিক কেন্দ্রে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে, মন্ত্রী বলেন এটি একটি জাতীয় বিষয় এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ সময় সাংবাদিকদের অন্যান্য প্রশ্ন মন্ত্রী প্রত্যাখ্যান করে অনুষ্ঠান থেকে বিদায় নেন।

এইআরই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীরচন্দ্র সূত্রধরের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ আজিজুল হক। এবং পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর দেবাশীষ পাল। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইআরই এর বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক বৃন্দ ও বিভিন্ন স্তরের বিজ্ঞানী প্রকৌশলী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap