বিশেষ প্রতিনিধি-
ঢাকার পুরাতন রপ্তানির (পুরাতন ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটলে, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাজীব আহমেদ আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে পুরাতন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাজীব আহমেদ বলেন, সন্ধ্যায় পুরাতন ডিইপিজেডের ভিতর প্যাকজার কারখানায় অগ্নিকান্ডের খবর পান তারা। পরে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। এসময় সাভার ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটকে তলব করা হয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়। রাত সোয়া ৯টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন আর ছড়াতে পারবে না।
এদিকে ইপিজেড এলাকা বেপজার গুরুত্বপূর্ণ এরিয়া হওয়ায়, সেখানে সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, কারখানাটির তিনটি অংশের একটিতে ওয়্যারহাউজে আগুন লেগেছে। কারখানা বন্ধ থাকায় আগুন বৈদ্যুতিক গোলযোগ থেকে লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিে রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।