আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে মুসল্লিদের থেকে ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের সময় আটক- ১

বিশেষ প্রতিনিধি-

সাভারে মজিদপুরের একটি মসজিদ থেকে, গভীর রাতে শবেবরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে, মুসল্লিদের গতি রোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোবাইল ছিনতাই করে দুই ছিনতাইকারী।

এ সময় মিজান (৪০) নামের এক ছিনতাইকারীকে আটক করলেও অন্য আরেক ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

 

শুক্রবার (১৮মার্চ) রাত আড়াইটার দিকে সাভারের মজিদপুর এলাকায় তাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় মুসল্লীরা।

 

আটক ছিনতাইকারী মিজান কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জয়নাল আবেদীনের ছেলে। তিনি গত চার দিন আগে কুষ্টিয়া থেকে সাভারে এসেছেন। প্রাথমিকভাবে পালিয়ে যাওয়া ছিনতাইকারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের মজিদপুর এলাকায় নামাজ শেষে বাসায় ফেরার সময় ডিবি পুলিশ পরিচয়ে মুসল্লীর গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় তাদের মধ্যে একজন মুসল্লীর মোবাইল নিয়ে পালিয়ে গেলে অন্যান্য মুসল্লীর হাতে আটক হন মিজান। এসময় তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি গত চারদিন আগে কুষ্টিয়া থেকে সাভারের ইমান্দিপুরে আসেন। এঘটনায় মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয় নি।

 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানকে আটক করে থানায় আনা হয়েছে। এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap