আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদা না পেয়ে হত্যা, ৮ বছর পলাতক থেকে র‌্যাবের অভিযানে আটক

বিশেষ প্রতিনিধি-

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে চাঁদাবাজির টাকা না পেয়ে। গাজীপুর জয়দেবপুরের জমি ব্যবসায়ীকে হত্যার করে দীর্ঘ ৮ বছর পলাতক থেকে, অবশেষে র‍্যাবের অভিযানে আটক হয় অভিযুক্ত সোহেল ।

 

শনিবার (১৯ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) আশুলিয়ার চক্রবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মো: সোহেল রানা সোহেল (৩৪) আশুলিয়ার বাসিন্দা।

 

গত ২০১৪ সালের ২রা ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুরেন দক্ষিণ পানিশাইল এলাকায় এ চাঁদাবাজী ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী একজন জমি ব্যবসায়ী ছিলেন। তার কাছেই বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনীসহ চাঁদা দাবি করতো গ্রেফতারকৃত সোহেল। এরই জেরে ২০১৪ সালের ২রা ডিসেম্বর দক্ষিণ পানিশাইল এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় ভুক্তভোগীকে। পরে ওই ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। মামলার তদন্ত শেষে গ্রেফতারকৃত সোহেলসহ এজাহারের আসামীদের বিরুদ্ধে চার্জশিট দেন। এরপরেই আত্মগোপনে চলে যায় সোহেল। ধরা পড়ার আগ পর্যন্ত ৮ বছর পলাতক ছিলেন তিনি।পরে এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত থাকার কথা ম্বীকার করেছে। তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap