আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় এক শিক্ষকের মৃত্যু 

বিশেষ প্রতিনিধি

উচ্চ রক্তচাপের চিকিৎসা নিতে জামালপুর থেকে আশুলিয়ার কাঠগড়ায় চাচাতো ভাইয়ের বাড়িতে এসে, অতিরিক্ত মদ্যপান করে মৃত্যু বরণ করে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামের এক শিক্ষক।

মদ্যপান করে অসুস্থ হওয়া অবস্থায় রাতে ওই শিক্ষককে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক পরদিন সকালে তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

বুধবার (১৬ মার্চ) সকালে সাভার পৌর এলাকার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

 

নিহত আব্দুল্লাহ আল মুনসুর ওরুফে আরমান জামালপুর জেলা সদরের নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কেরাণী ও শিক্ষক বলে জানা গেছে। সে নান্দিনা এলাকার মশিউর রহমানের ছেলে৷

 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) রাতে আরমান আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে আসেন। পরে তিনি গভীর রাতে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়। আজ ভোরে চিকিৎকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রুবেল মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ প্রাথমিকভাবে স্থানীয়দের কাছে জানা গেছে রাতে পানীয় জাতীয় কিছু পান করার করণে সে অসুস্থ হয়ে পরেন। ময়না তদন্তের রিপোর্ট পেলে ওই শিক্ষকের মৃত্যুর রহস্য জানা যাবে। তার মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

 

এ বিষয়ে নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক আতিউর রহমান আকন্দ বলেন, সে ২০১৪ সাল থেকে আমাদের প্রতিষ্ঠানের কলেজ শাখায় কেরাণীর পাশাপাশি শিক্ষকতা করাতেন। সে শারিরীকভাবে অসুস্থ ছিলো তার প্রেসার (রক্তরের চাপ) বেশি ছিলো। তাই ডাক্তার দেখাতে ঢাকায় গিয়েছিলো। আজ তার ডাক্তার দেখানোর সরিয়াল ছিলো।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap