মাননীয় সংসদ সদস্য( মহিলা আসন) পাবনা সিরাজগঞ্জ জনাব নাদিরা ইয়াসমিন জলি এবং পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপ-পরিচালক কর্মকর্তা কানিজ আইরিন জাহানের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসের ভুল বোঝাবুঝি কেন্দ্র করে অনিভিতেপ উদ্ভূত পরিস্থিতিতে পাবনা জুড়ে তোলপাড় শুরু হয়েছিল তার একটি শান্তিপূর্ণ সমাধান জন্য পাবনা জেলার বিশিষ্ট মহল গুণীজনদের প্রচেষ্টায় বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট কামরুন্নাহার জলির মধ্যস্থতায় এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর বাংলাদেশ সংবাদ পরিছদের সভাপতি আব্দুল মতিন খানের উদ্যোগে ও পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইতি হোসেন সপ্নার উপস্থিতিতে একটি বৈঠকের মাধ্যমে দুজনের মধ্যে একটি শান্তিপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আগামীতে তারা মিলেমিশে একসাথে সকল সরকারি কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে এই মর্মে কানিজ আইরিন জাহান তার অভিমত ব্যক্ত করে তার স্বাক্ষরিত এক বিবৃতি দেন।