সোহেল রানা, পাবনা:
বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির কামড়ে প্রাণ গেল সাইদুর রহমান (৪৮) নামের এক প্রধান শিক্ষকের।
বুধবার দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই প্রধান শিক্ষক। সাইদুর রহমান সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত নিফাজ উদ্দিনের ছেলে এবং সাইদুর রহমান হাকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলার শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান ২ই বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মৌমাছি তাঁর শরীরের বিভিন্ন স্থানে হুল ফুটায়। গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক সাইদুর রহমানকে স্থানীয় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পাবনা—২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।
উল্লেখ্য সাইদুর রহমানের স্ত্রী রাজিয়া পারভীন লাকি পাবনা পিটিআই স্কুলের শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।