আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈর মহাসড়কে পুলিশের চেকপোষ্ট।

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে বিভিন্ন পয়েন্টে সালনা হাইওয়ে পুলিশ চেক পোষ্ট বসিয়ে তল্লাসি করছে। কোন যাত্রীবাহী পরিবহন রাজধানী ঢাকার দিকে প্রবেশ করে যাতে করোনা ভাইরাস না ছড়ায়, সেই কারণে পুলিশের চেক পোষ্ট বসানো হয়েছে।
সালনা হাইওয়ে থানার (ওসি) মো.জহিরুল ইসলাম খান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে চেক পোষ্ট বসানো হয়েছে। নিত্য পণ্যবাহী যানবাহন ছাড়া সকল পরিবহন চেক করা হচ্ছে যাতে কোন যাত্রী চলাচল না করতে পারে। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকে জবাবদীহিতা করতে হবে। এমনকি তাদের শাস্তিও পেতে হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap