কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এলাকাবাসী ও ভোক্তভোগী সূত্রে জানা গেছে , উপজেলার দক্ষিন মৌচাক গ্রামে শনিবার রাত সাড়ে তিনটার দিকে ৫-৬ জনের একদল চোর একটি ট্রাক নিয়ে দক্ষিণ মৌচাক গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ হারুনুর রশিদের বাড়ীতে ঢুকে। পরে হারুণ অর রশিদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু নিয়ে ট্রাকে তুলে। এসময় বাড়ীর লোকজন টের পেয়ে ডাক চিৎকার করে স্থানীয় বাসিন্দাদের ডাকতে থাকেন। পরে স্থানীয় গ্রামবাসী চোর ও ট্রাকটি ধরার জন্য দাওয়া দেওয়া হলেও চোরের দল গরু তিনটি ট্রাকে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর আগেও গত মাসের প্রথম সাপ্তাহর দিকে সিনাবহ ও মাঝুখান এলাকা থেকে আরো ৬-৭টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
চুরি যাওয়া গরুর মালিক হারুণ অর রশিদ জানান, গরু চুরি করে নিয়ে যাওয়ার পরে মৌচাক পুলিশ ফাঁড়ীকে জানানো হলেও পুলিশ চোরদের আটক করতে পারেনি। ওই তিনটি গরুর আনুমানিক মুল্য তিন লাখ টাকার বেশি হবে। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার কালাম হোসনে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।