আজ ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আপত্তিকরভাবে স্ত্রীকে প্রেমিক সহ আটকের পর প্রেমিক পলাতক, স্বামী-স্ত্রী থানায়

বিশেষ প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে কাজ থেকে বাসায় এসে, অসমবয়সী এক পুরুষের সাথে আপত্তিকরভাবে স্ত্রীকে পেয়ে লোকজনের সহযোগিতায় আটক করেন স্বামী। আটকের পর প্রস্রাব করার কথা বলে রেজাউল করিম রাজা মিয়া (৪৮) নামে ঐ প্রেমিক পুরুষ কৌশলে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পলাতক প্রেমিক রেজাউল করিম রাজা মিয়া ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা। ওই তরুণী (২২) উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পলাতক ওই ব্যক্তি কৌশলে নিজের অর্ধ বয়সী ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আজ সন্ধ্যায় ওই ব্যক্তি লোকচক্ষুর আড়ালে তরুণীর ঘরে ঢুকে পড়েন। এরইমধ্যে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসে তার স্বামীও। ভেতর থেকে দরজা বন্ধ ও মানুষের আওয়াজ পেয়ে দরজার ফুটো দিয়ে তাকালে সে ওই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে দুইজনকে আটক করা হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেয় স্থানীয়রা। তারা আসলে প্রস্রাবের বেগ পেয়েছে জানিয়ে বাইরে গিয়ে কৌশলে পালিয়ে যায় অসমবয়সী প্রেমিক। পরে খবর পেয়ে পুলিশ এসে প্রেমিককে না পেলেও তরুণীকে স্বামিসহ জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ইমান আলীর কাছে জানতে চাইলে, ‘আমি কিছু জানি না’ বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আটককৃত প্রেমিক পালিয়ে গেছেন। পরে জিজ্ঞাসাবাদের জন্যে তরুণীকে প্রথম স্বামীসহ থানায় নিয়ে এসেছি। তারা অভিযোগ করলে ওই কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলা নেয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap