পাবনার গোবিন্দায় দু’টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
১৯শে জানুয়ারি বুধবার দুপুরে জেলা পরিষদের বাস্তবায়নে পাবনা সদর উপজেলাধীন ডেলিভারি হাসপাতালে প্রাচীর হইতে সোনার বাংলা মোটর সার্ভিসিং গলি পর্যন্ত রাস্তা সহ ড্রেন নির্মাণ কাজ ও গোবিন্দা মান্নান এর বাড়ী হইতে সেলিমের বাড়ি পর্যন্ত রাস্তা সহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ১নং ওয়ার্ড এর কমিশনার আমিনুর রহমান বাদল, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গোবিন্দা মহল্লা কমিটির সভাপতি শাহ নেওয়াজ, মটর শ্রমিক নেতা আকরাম, হুমায়ুন হোসেন, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফজলে রাব্বী ফারুক, খাইরুল, রবি , সজীব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।