আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায়ী আটক

পাবনা চাটমোহর উপজেলা থেকে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

সোহেল রানা, পাবনা :

১৮/০১/২০২২ তারিখ রাত্রী ২০.১৫ ঘটিকায় চাটমোহর থানার এসআই (নিঃ)/সুব্রত কুমার ঘোষ, সঙ্গীয় অফিসার ফোর্স থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানাধীন বিলচলন ইউপিস্থ ০৪ নং ওয়ার্ড কুমারগাড়া গ্রামস্থ জনৈক শরিফুল ইসলাম এর বসতবাড়ীর পূর্ব দিকে অবস্থিত বাঁশ ঝাড়ের মধ্যে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ শরীফুল ইসলাম (৪৪), পিতা-মৃত আমির হোসেন, ২। শ্রী একান্ত হালদার (১৯), পিতা-শ্রী ফনীন্দ্রনাথ হালদার, উভয় সাং-কুমার গাড়া, থানা- চাটমোহর, জেলা- পাবনাদ্বয় কে গ্রেফতার করেন ।

গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ শরিফুল এর ডানহাতে রক্ষিত একটি নীল রংয়ের ঢাকনা যুক্ত প্লাষ্টিকের কনটেইনারের মধ্যে ৫৮০ (পাঁচশত আশি) পিচ পিংক বর্ণের ট্যাপেন্টাডল যুক্ত সেনট্রাডল-১০০ ট্যাবলেট, ৫৮ পাতা এবং ০২নং আসামী একান্ত এর পরিহিত প্যান্টের বাম পকেটে ০৯ (নয়) পিচ পিংক বর্ণের ট্যাপেন্টাডল যুক্ত সেনট্রাডল-১০০ ট্যাবলেট, ০১ পাতা উদ্ধার করেন। তৎপ্রেক্ষিতে চাটমোহর থানার এফআইআর নং-১৩/১৩, তারিখ- ১৯/০১/২০২২ ইং, ধারা- ৩৬(১) সারণির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap