আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিবস পালন

পাবনায় জেলা আ.লীগের বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

সোহেল রানা, পাবনা :

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছেন জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে আজ (১০ জানুয়ারী) সোমবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না’র পরিচালনায় বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স,যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট বেলায়েত আলী বিল্লু, উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন,পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক,জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap