আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বই বিতরণ

খাজা মঈনুদ্দিন চিশতী সিদ্দিকীয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় বই বিতরণ

সোহেল রানা, পাবনা :

পাবনার বলরামপুর খাজানগরে খাজা মঈনুদ্দিন চিশতী সিদ্দিকীয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় বই বিতরণ করা হয়েছে। ৭ই জানুয়ারি শুক্রবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান।

নুর মুহাম্মাদ আজাদ খান চিশতীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হাসান, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, মাওলানা আবুল কালাম আজাদ, মীর রমজান আলী, ইব্রাহীম খলিল, ইন্ট্রা ফুড এন্ড বেভারেজের ডিজিএম মো. মুক্তার হোসেন, বাণিজ্যিক কর্মকর্তা মো. ফারুক হোসেন। বক্তব্যকালে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশুনা করে শিক্ষক-গুরুজনসহ পিতা-মাতাদের সৎ উপদেশ মেনে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বছরের শুরুতে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচী গ্রহনের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap