এবার শীতে পাবনা জেলায় শীতের সবজিতে ভরপুর বাজারগুলো। তবে, এই সবজি বাজারগুলোতে চলছে পণ্যের ওঠানামা। পাইকার থেকে খুচরা বাজারে দামের পার্থক্য কেজিতে ৫ থেকে ১০ টাকা। তবে বেশির ভাগ সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও, আমদানি করা আদা কেজিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, নতুন আলু ২০ থেকে ২৫ টাকায়। এছাড়া টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ছিম, লাউ, গাজর, কাঁচা মরিচ, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। নতুন মুড়িকাটা পেঁয়াজের দামের চলছে ওঠানামা। ভালো জাতের দেশী পেঁয়াজ এগারোশ থেকে সারে এগারোশ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। সেটি খুচরা বাজারে ৪০ থেকে ৪৫ টাকা ও পাইকার বাজারে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মটরসুটি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে। এছাড়া মাছ, মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। শুধু চিকন চালের দাম ২ থেকে ৩ টাকা কেজিতে বেড়েছে। তবে মোটা চালের দাম আগের দরেই বিক্রি হচ্ছে।