আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৪০ দিন জামাতে সালাত আদায় করে বাই সাইকেল উপহার পেল ৯ কিশোর

বিশেষ প্রতিনিধি :

ঢাকার  আশুলিয়ার ঘোষবাগ মাদবর বাড়ি জামে মসজিদে টানা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে ৪০ দিন আদায় করে বাই সাইকেল উপহার পেল নয়জন কিশোর।

এরা সবাই আশুলিয়ার ঘোষবাগ মাদবর বাড়ি জামে মসজিদ মহল্লার বাসিন্দা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে মাদবর বাড়ি জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এ উপহার কিশোরদের হাতে তুলে দেয়া হয়।

এসময় নামাজে অংশগ্রহণকারী আরও ১৭ জন কিশোরকে একটি করে জায়নামাজ ও টুপি দেওয়া হয়। এছাড়া বাকি ৮০ জন কিশোরকে একটি করে টুপি উপহার দেওয়া হয়। এবং সবার জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়।

জানা যায়, ৪০ দিন আগে মসজিদ কিমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান (শাহেদ) ও ইমাম ফরিদুজ্জামান মিলে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে অংশগ্রহণ করে ওই মহল্লার ৮০ জন কিশোর। এর মধ্যে প্রথম স্থান হওয়া ৯ জন ৯টি বাই সাইকেল ও দ্বিতীয় স্থান হওয়া ১৭ জনসহ বাকিদে নানা উপহার প্রদান করা হয়।

এবিষয়ে মাদবর বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি ও আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান শাহেদ  বলেন, হাটাৎ একদিন ইমামের পরামর্শে আমরা একটি উদ্যোগ নিলাম। যেখানে কিশোর বয়সী ছেলে পেলেদের নামাজ পড়তে আগ্রহী করার জন্য উপহার প্রদান করা হবে। পরে ইমাম সাহেব ও মোয়াজ্জেম খলিলুরের তত্ত্বাবধানে আমার এলাকার প্রায় ৮০ জন কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷

তিনি বলেন, আমরা প্রথমে চিন্তা করেছিলাম একজনই হয়তোবা টিকবে না। কিন্ত না সেই সন্দেহকে উড়িয়ে দিয়ে নয়জন কিশোর সব সময় পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করেছে।  নয়জনকেই নয়টি সাইকেল ও বাকিদের টুপি-জায়নামাজ দেওয়া হয়। এছাড়া স্থানীয় হুমায়ুন কবির ভাইয়ের উদ্যোগে তাদের একবেলা করে খাবারের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, আমরা ভেবেছি ৭-১৮ বছর বয়সের যে কিশোররা রয়েছে, তাদের যদি নামাজের মাধ্যমে ইসলামের দিকে আনা যায় তাহলে তারা কোনো পাপ কাজ ও অন্যায় করতে পারবে না। ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ালে তাদের নামাজ পড়ার আগ্রহও তৈরি হবে।

এলাকায় অন্যায় অপরাধ কমে যাবে। এই থেকেই আরকি উদ্যোগটি নেওয়া। আমি আরও ঘোষণা দিয়েছি আগামীতে মধ্য বয়সী ব্যক্তিদের জন্য এমন একটি উদ্যোগ নেওয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap