আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে অনিয়মের অভিযোগ করে জাপা প্রার্থীর নির্বাচন বয়কট

বিশেষ প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা ও প্রশাসনের পক্ষ পাতিত্তের অভিযোগ করে ভোট বয়কট করেন জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘোষণা দেন লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়ানো এই চেয়ারম্যান পদ প্রার্থী।

সকালের দিকে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে।

এ অবস্থায় বেলা ১২টায় মো: আল কামরান (লাঙ্গল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় শ্রমিক পার্টির প্রচার সম্পাদক ও ইয়ারপু্র ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী।

আল কামরান বলেন, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। বার বার প্রশাসন ও কর্তৃপক্ষকে জানিও কাজ হয়নি। এ অবস্থায় আমি কোন উপায় না পেয়ে ভোট বর্জন করলাম।

 

প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে। অভিযোগ পেলে কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন।’

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap