মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক,সন্ত্রাস ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল অদ্য ০২/০১/২০২২ ইং তারিখ পাবনা জেলার আটঘরিয়া থানাধীন গোড়ারীবাজার হইতে সকাল ১১.৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী হলোঃ ১.মোঃমোস্তফিজুর @ সাদ্দাম@ইমন (৩২) পিতা-মোঃ আমিনুল ইসলাম সাং-নেংরী উত্তরপাড়া থানা- চাটমোহর জেলা-পাবনা। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।