আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির ফুল দিয়ে শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি:

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে বছরের প্রথম দিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দেশের ২৩তম নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার ০১ (জানুয়ারি) ১২টার দিকে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে মুক্তি যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সহ উপস্থিত সবাই শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এসময় আপিল বিভাগের বিচারপতিরা ছাড়া আরও উপস্থিত ছিলেন হাইকোর্ট, সুপ্রীমকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল গণ।

এছাড়া ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ প্রশাসন ও গণপূর্তের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সোয়া ১২টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তারা।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap