আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে নৌকার নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে নেতাকর্মীদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:

সাভারের আমিনবাজার ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে এসে বিক্ষোভ করে।

 

শুক্রবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর আমিনবাজারের সরকার বাড়ি এলাকায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী রাকিব আহমেদের নির্বাচনী অফিসে এঘটনা ঘটে।

 

নৌকার প্রার্থী রাকিব আহমেদ বলেন, আমার অন্য একটি ক্যাম্পে নির্বাচনি আলোচনায় ব্যস্ত ছিলাম। আগামী কাল আমার একটি পথ সভার পথসভার কর্মসূচি ছিল৷ এ সময় আমার কাছে ফোন আসে আমার সরকার বাড়ী নির্বাচনী ক্যাম্পে আগুন লেগেছে। একথা শুনে আমি ওই ক্যাম্পের দিকে রওনা হই, যেতে যেতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। ঐ শব্দকে থার্টিফাস্ট নাইটের আতশবাজির বিস্ফোরণ মনে করেছিলাম।

পরে ক্যাম্পে গিয়ে দেখি এটি ককটেল বিস্ফোরণ।

 

তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে কোন দুষ্কৃতিকারী আমার ক্যাম্পে এরকম ঘটনা ঘটিয়েছে৷ নৌকার অগ্রগতি দেখে ইর্সানিত হয়ে এগুলো করতে পারে বলে আমি মনে করি৷ বিষয়টি আমার কাছে আতঙ্কের ৷ আমি সাথে সাথে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি আমাকে সহযোগীতা করার।

 

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, সরকারবাড়ি নৌকার প্রার্থীর একটা অফিসে আগুন ও একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । রাত সাড়ে ১১টার পরের ঘটনা হবে। নির্বাচনী অফিস যে কাপড় দিয়ে ঘিরা ছিলো সেটা আর কিছু পোস্টার পুড়েছে।একজন প্রত্যক্ষদর্শী বলেছে আরকেজনকে দেখছে। আমরা তদন্ত করেতছি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap