আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সঙ্গবদ্ধ ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা

বিশেষ প্রতিনিধি:

আশুলিয়ার ইয়াগী গার্মেন্টেসের নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা দেয়ার ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে ৪টায় আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আশুলিয়া থানার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির আশুলিয়া থানা শাখার সভা প্রধান বাবুল হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সভা প্রধান তাসলিাম আখতার বলেন, ইয়াগি কারখানার নারী শ্রমিককে কারখানার স্টাফ রেজাউলের নেতৃত্বে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা দিতে না পারলে তাদেরকেও দায় দায়িত্ব নিতে হবে।

বিক্ষোভ মিছিলের শুরুতে আশুলিয়া পুলিশের বাধা দেয়ার অভিযোগ করে বলেন। বাধা উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল সম্পন্ন করবো। তিনি বলেন, প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়ে পুলিশ ধর্ষকের পক্ষ অবলম্বন করছে।

বিক্ষোভ মিছিলে  উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, আশুলিয়া শাখার সাধারণ সম্পাদকসহ গার্মেন্টসে শ্রমিকরা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap