-
- ঢাকা, সারাদেশ
- দিনের শুরুতেই গাড়ি চাপায় অসহায় এক ভ্যানচালকের মৃত্যু
- প্রকাশের সময়ঃ ডিসেম্বর, ২৯, ২০২১, ১০:১৯ অপরাহ্ণ
- 372 বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টায় রিপন মিয়া নামের ঐ ভ্যানচালক টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় ভাড়া মারার উদ্যেশে বের হলে এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানচালক রিপন মিয়া পাবনা জেলার ফরিদপুর থানার মৃত গোলাম মোস্তফার ছেলে। সে আশুলিয়ার গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, ভোরে ভ্যান চালিয়ে বাইপাইলে যাচ্ছিলেন রিপন। এসময় নরসিংপুর এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, চাপা দেয়া কাভার্ড ভ্যানটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ