আরে বন্ধ করে দে “স্মার্টফোন আসক্তি: পড়াশোনা ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন, প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির এমপি। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন