আজ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাভারে প্রবাসফেরত ৮ জন হোম কোয়ারেনটাইনে।

সাভার  প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভারে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।  তবে তাদের শরীরে জ্বর কিংবা ঠান্ডাজনিত করোনাভাইরাসের কোন উপস্বর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাভারে এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে গত ১৪ মার্চ ইতালির ৪, সৌদি আরবের ২ ও দুবাই থেকে ২জন সহ মোট ৮ জন দেশে ফিরেছেন। তবে এদের কারও শরীরে করোনার কোনো উপস্বর্গ পাওয়া যায়নি। তবে তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সে ব্যাপারে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য অফিস ও প্রশাসন তাদের ওপর নজরদারি রাখছে বলেও জানান তিনি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap