-
- ঢাকা, রাজনীতি, সারাদেশ
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
- প্রকাশের সময়ঃ ডিসেম্বর, ২৪, ২০২১, ৮:৩৩ অপরাহ্ণ
- 262 বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:
সাভারে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে ব্যাখ্যাসহ ২৪ ঘন্টার মধ্যে স্বশরীরে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার (২৪-১২-২০২১) সন্ধ্যায় বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা রিটার্নিং অফসিার মো. রাকিবুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৩-১২-২০২১) বিরুলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে আচরণবিধি লংঘন ও জনদুর্ভোগ বৃদ্ধির অভিযোগ করে এলাকাবাসী।
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় ও একই সাথে স্বতন্ত্র প্রার্থীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন পরিচালনাকারী সংশ্লিষ্টদের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।
তবে এ বিষয়ে নৌকার প্রার্থী সুজনকে একাধিকবার ফোন ও এসএমএস করলেও সাড়া পায়নি গণমাধ্যমকর্মীরা।
বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা অফিসার মো. রাকিবুজ্জামান বলেন, গতকাল নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে বিরুলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান সাইদুর রহমানের বিরুদ্ধে। এঘটনায় আজ বেলা সাড়ে ১২টায় তার কাছে শোকজ পত্র পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে এসে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সবধরণের ব্যবস্থা নিবো। আমরা সবার ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি বজায় রাখতে বদ্ধ পরিকর।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিরপুর-বিরুলিয়া সড়ক সহ বিভিন্ন শাখা সড়কে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও অটোরিকশাযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিরুলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী সািদুর রহমান সুজন। যার কারণে রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে সাধারণ জনগণের ভোগান্তির অভিযোগ ওঠে। এসময় আচরণবিধি ভেঙে ব্যান্ডপার্টি দিয়েও প্রচারণা চালান তিনি। এবং তার বাড়িতে প্রায় দুই হাজার মানুষের ভূড়িভুজ করিয়ে নির্বাচনে প্রলুব্ধ করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
এ বিভাগের আরো সংবাদ