জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিলের সভাপতিত্বে ও ডাঃ আব্দুল্লাহ হেল বাকি জিসানের সঞ্চালনায় বক্তব্য দেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম, প্রধান শিক্ষক রফিবুল হক, ইমাম মাওঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।