আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বি বার্ষিক

বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপু ফিটনেস কাবের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

“নিয়মিত শরীরচর্চা করুন, দেহ ও মনকে সুস্থ রাখুন।” এই শ্লোগান কে হৃদয়ে ধারন করে বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপু ফিটনেস কাবের দ্বি বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে ৪ই ডিসেম্বর শনিবার সকালে বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপু বিনোদন পার্কে অনুষ্ঠিত হয়্। ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডাঃ আব্দুস সাত্তার ও শফি উদ্দিন মিয়া, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক টিপু ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, সদস্য হিসেবে ছিলেন বীরমুক্তিযোদ্ধা গোলাম হায়দার বাবলু, ড. আনিসুর রহমান,মোছাঃ কামরুন্নাহার কামনা ও খাদিজা খাতুন।

সকাল ৭টা হতে ৯টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সবার উপস্থিতিতে তাৎক্ষনিক তিনটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেন। প্যানেল (১) আমিনুল-রহিম পরিষদ (২) সাবু- হারুন পরিষদ (৩) হামিদ- তালেব পরিষদ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯৪ টি। কাষ্টিং ভোটের সংখ্যা ১৭৯টি। ৩টি ভোট বাতিল বলে গন্য হয়। অনুপস্থিত ভোটার সংখ্যা ১৫ জন। বৈধ ভোট ১৭৬। সর্বোচ্চ ৯৬টি ভোট পেয়ে হামিদ-তালেব পরিষদের সভাপতি মোঃ আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক পদে মোঃ তালেবুর রহমান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন আমিনুল -রহিম পরিষদ পেয়েছেন ৪৭ ভোট। এছাড়া সাবু-হারুন পরিষদ পেয়েছেন ৩৩টি ভোট।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap