আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনার জালালপুরে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করলেন-গোলাম ফারুক প্রিন্স এমপি

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।

মঙ্গলবার দুপুরে জালালপুর আরএইচডি হতে একদন্ত বাজার পর্যন্ত এ রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা কালু মন্ডল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা স্বপন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিঠু ,সাবেক ছাত্রলীগ নেতা জিন্নাহ মণ্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap