আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের সমর্থকদের হামলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের এক সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায় গত সোমবার রাতে ভায়না ইউনিয়নের চললা বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং এলোপাথাড়ি গুলি বর্ষণ ও বেশ কয়েক জন কে কুপিয়ে জখম করেছে।এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সবুজ (৪০) নামক আনারস প্রতীকের সমর্থক মঙ্গলবার রাত ৯:৩০ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সবুজ চললা গ্রামের মৃত হাচেন প্রামাণিকের ছেলে ও আনোয়ার মেম্বারের ভাই।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।এ ব্যাপারে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক জানান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার বেশ কয়েক জন সমর্থককে গুলিবিদ্ধ সহ এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তাদের মধ্যে সবুজ মৃত্যুবরণ করেছেন।
এ ঘটনায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।