আমিনপুর থানাধীন সাগরকান্দী ইউনিয়ন এর মাদারতলা থেকে একাত্তর টিভির ভূয়া কার্ডধারী একজন সাংবাদিক কে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।
গত মঙ্গলবার বরুলিয়া গ্রামের আব্দুল হালিমের বাড়িতে গিয়ে একাত্তর টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে বলে জানায় হালিমের স্ত্রী। হালিম মাদক ব্যবসা করে বলে তাকে চাঁদা দিতে হবে অন্যথায় একাত্তর টিভিতে নিউজ করার হুমকি দেয়। আব্দুল হালিম বাড়ীতে ফিরলে তার স্ত্রী তাকে জানালে তিনি বিচলিত হয়ে পড়ে।
এমতাবস্থায় স্থানীয় সাংবাদিক দের সাথে আলোচনা করে ভূয়া সাংবাদিক কে ডেকে আনার পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪:৩০ মিনিটে আপন ইসলাম মুন্না চাঁদা আনতে গেলে এলাকার জনগণ তার কার্ড দেখতে চায়। সে কার্ড দেখাতে অনিচ্ছা প্রকাশ করে।
এমতাবস্থায় স্থানীয় ব্যাক্তিবর্গ আমিনপুর থানায় জানালে তালিমনগর ফাঁড়ির ইনচার্জ রনি সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ব্যাগের ভেতর রাখা একাত্তর টিভির জাল আইডি কার্ড, একটি সিল প্যাড, ভূয়া ভিজিটিং কার্ড জব্দ করে।
স্থানীয় ব্যাক্তিবর্গ জিজ্ঞাসাবাদ করলে সে তার দোষ স্বীকার করে।এ সময় সে জানায় তার বাড়ী আমিনপুর থানার রুপপুর গ্রামে। তার পিতারঃ নাম রফিকুল ইসলাম।এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, আমরা ঘটনাস্থলন থেকে ভূয়া কার্ডধারী সাংবাদিক কে আটক করেছি। তার কাছ থেকে জাল আইডি কার্ড, সিল প্যাড জব্দ করেছি। এ বিষয়ে মামলা দায়ের পুর্বক আদালতে প্রেরণ করা হবে।