আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে ভুয়া পুলিশসহ ০৬ ডাকাত গ্রেফতার, অস্ত্র সহ মাদক উদ্ধার

বিশেষ প্রতিনিধি:
র‌্যাব-৪ এর অভিযানে সাভারের রাজাশন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পোশাক পরিহিত ভুয়া পুলিশসহ ০৬ ডাকাত গ্রেফতার হয়, উদ্ধার করা হয় মাদকসহ অস্ত্র ।
শুক্রবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪।
একটি চক্র মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপারাধ কার্যক্রম পরিচালিত করে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দ দল ছায়া তদন্ত শুরু করে।
গত ২৮ অক্টোবর ২০২১ তারিখে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংঘবদ্ধ ডাকাতদলের কিছু সদস্য ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পেরে  ২৮ অক্টোবর ২০২১ তারিখে বিকাল ০৪.০০ টা হতে ২৯ অক্টোবর ২০২১ তারিখ রাত ০৩.৩০ টা পর্যন্ত র‌্যাব-৪ অভিযান পরিচালনা করে  ০১ টি পিস্তল, ০১ রাউন্ড গুলি, ০১ টি নকল পিস্তল, ০১ টি পিস্তল টাইপ লাইটার, ০১ টি কভারসহ হ্যান্ডকাফ, ০১ টি ওয়াকিটকি, ০২ সেট পুলিশ ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভূয়া পুলিশ আইডি কার্ড, ০২ টি রামদা, ০১ টি ডেগার, ০১ টি চাপাতি, ০২ টি ছুড়ি, ০২ টি টর্চলাইট, ০২ টি রশি, ৪৬৭ পিস ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল, ১.৫ কেজি গাঁজা, ০৭ গ্রাম হেরোইন, ০৫ লিটার চোলাই মদ, ১৯ টি মোবাইল এবং নগদ ৪৪,৫৭০/-টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা, মাদক ব্যবসায়ী,  অস্ত্র ও মাদক মামলার আসামী ডাকাত সর্দার মোঃ শামীম রেজা জেলা- রাজশাহী। মোঃ হেলাল উদ্দিন (৩৫), জেলা- ঢাকা। মোঃ পারভেজ (২৫), জেলা- পটুয়াখালি। ওয়াসিম ইসলাম (২৫), জেলা- ঢাকা।  মোঃ নাইম খান (২৭), জেলা- ঢাকা। মোঃ ফেরদৌস আহমেদ রাজু (২৯), জেলা- ঢাকা। ০৬ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করে।
র‌্যাব-৪এর কোম্পানি কমান্ডা লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, সংঘবদ্ধ ডাকাত চক্রটি রাতের আধারে পুলিশের ভুয়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় টর্চ লাইট দিয়ে গাড়ি থামিয়ে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার, মোবাইল এবং দামি জিনিসপত্র তার বাহিনীর সদস্যদেরকে নিয়ে লুটপাট করত।
 সে সাভার এলাকায় একটি সক্রিয় ডাকাত বাহিনী ও মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে বিভিন্ন সময়ে ভূয়া পুলিশ অফিসার সেজে তার গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষকে মিথ্যা ও বানোয়াট ভাবে ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করত। গ্রেফতারকৃত সকল আসামীর নামে সাভারসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারনা এবং মাদক মামলা প্রক্রিয়াধীন।  ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap