আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়ের স্বরনে গণস্বাস্থ্য কেন্দ্রে ৫ শয্যার আইসিইউ অনুদান

বিশেষ প্রতিনিধি:

আশুলিয়ার গনসাস্থ্য কেন্দ্র হাসপাতালে মেয়ে তন্বীর স্বরনে অধ্যাপক মা, ৫ শয্যা বিশিষ্ট একটি আইসিউ ইউনিট অনুদান প্রদান করেন।

শুক্রবার দুপুরে গনসাস্থ্য কেন্দ্রের ডায়ালাইসিস সেন্টারের সাথে ৫ শয্যা বিশিষ্ট আইসিউ ইউনিট উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান, এমপি ।

আইসিইউটির নামকরণ করা হয় সাবরিনা কামাল তন্বী নিবিড় পরিচর্যা কেন্দ্র নামে। জার্মানে পিএইচডি করতে গিয়ে ২০১৯ সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় সাবরিনা কামাল তন্বী। তাকে স্বরনীয় ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তার পরিবার ৫ শয্যা বিশিষ্ট আইসিইউটি দান করেন গনসাস্থ্য কেন্দ্রকে।

গনসাস্থ্য পরিচালনা পরিষদের সভাপতি লায়লা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান, এমপি।

প্রধান অতিথি এ সময় সাবরিনা কামাল তন্নির পরিবারকে সমাজ সেবা মূলক কাজে এগিয়ে আসায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সাবরিনা কামাল তন্বীর মৃত্যু শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান তিনি।

সাবরিনা কামাল তন্বীর মা অধ্যাপক নাসরিন বেগম বলেন, জার্মানে পিএইচডি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় আমার মেয়ে তন্বী। করোনা পরিস্থিতির কারণে আমরা তাকে দেখতে যেতে পারিনি এবং কোন প্রকার চিকিৎসা দিতে পারিনি। জার্মানের চিকিৎসা নিয়ে সে মারা গিয়েছে। তাই অসহায় মানুষের পাশে দাঁড়াতেই আমরা আইসিইউ ইউনিট করার এই উদ্যোগটি নিয়েছি। অসুস্থ থাকাকালীন অবস্থায় তার পেছনে কোনো অর্থ আমরা খরচ করতে পারিনি, যে অর্থ তার পিছনে খরচ করতাম অন্তত সেই অর্থটুকু দিয়ে যদি মানুষের সাহায্য হয় সেটাই আমাদের প্রাপ্তি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap