আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে পালিত হলো ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:

কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে পুরো জোন সদরে ছিলো সাজ সাজ রব। দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম রিদোয়ানুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার, লক্ষছড়ি, সিন্দুকছড়ি জোন অধিনায়ক সহ সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap