আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় পত্রিকা হকারের মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় পত্রিকা বিলি করার সময়, রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় এক পত্রিকার হকার নিহত হয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে মানিকগঞ্জ থেকে ঢাকা গামী বেপরোয়া ওই  কাভার্ডভ্যানের সাথে দুর্ঘটনাটি ঘটে। তিনি স্মৃতিসৌধের ভেতরে পত্রিকা দেয়ার উদ্দেশ্য রাস্তা পার হচ্ছিলেন।

(৬০) বছর বয়সী রুহুল আমিন, টাঙ্গাইল জেলা সদর থানার, ফারজানা গ্রামের বাসিন্দা। তিনি পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় থেকে ঢাকা সংবাদপত্র হকার’স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করে আসছেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap