কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে অগ্নিকান্ডে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ১৫টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। কালিয়াকৈর,সাভার-ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ওই আগুনের খবর পেয়ে কালিয়াকৈরে ২টি ও সাভার ইপিজেডের ১ ইউনিট প্রায় ঘটনাস্থলে যায়। বাজারের কোনো রিজার্ভ পানির ব্যবস্থা না থাকায় এবং উল্টো পথে গাড়ি এসে পানির পাইপ ফেটিয়ে দেওয়ায় আগুন নিভাতে কিছুটা বিলম্ব হয়। তবে আগুণের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া পৌরসভার পক্ষে থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ তৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একধিক ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কালিয়াকৈর থানায় একাধিক সাধারণ ডায়েরী করেছেন।