সড়ক ও জনপথ বিভাগের অধীনে সুজানগর থেকে আতাইকুলা ও সুজানগর থেকে চিনাখড়া সড়কের ২০ কোটি ১১ লাখ ১১ হাজার ৩ শত টাকা ব্যয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও অর্থ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির।
বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর পৌরসভার ভবানীপুর মোড়ে সুজানগর থেকে আতাইকুলা ও সুজানগর থেকে চিনাখড়া মহা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ সময় পাবনা সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ইলিয়াস ফারুক, সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, সহ-সভাপতি আব্দুল মতিন মৃধা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।